অনির্বাণ ফ্রি ফ্রাইডে ক্লিনিকে অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করেন দুটি বৃহৎ দাতা কোম্পানী ইউনিমেড এন্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগস্ট-২০২৩ মাসে ইউনিমেড এন্ড ইউনিহেলথ কোম্পানি ঔষধ পাঠিয়েছেন। অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য উভয় কোম্পানীর এম ডি, জি এম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনির্বাণ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।