দেশব্যাপী পরিচিত অনির্বাণ লাইব্রেরির আয়োজনে শনিবার,(৮ আগস্ট ) বিকাল ৫ টায় লাইব্রেরির মিলনায়তনে সভাপতি সহকারী অধ্যাপক কালিদাশ চন্দ্র চন্দ্র এর সভাপতিত্বে ফেসবুক Group a সক্রিয় বিবেচনায় প্রথম ২০ জনকে শেখ আব্দুল্লাহ আল মামুন এর সৌজন্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, হরিঢালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গণেশ ভট্টাচার্য্য, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন, বিশিষ্ট লেখক শেখ আব্দুস সবুর।
অনির্বাণ লাইব্রেরির সম্মানীত সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০ সক্রিয় সদস্যের উপস্থিতজনদের পুরস্কৃত করা হয়। বিশিষ্ট লেখক শেখ আব্দুস সবুর সুসজ্জিত এই লাইব্রেরি বহুমুখী কর্মসূচি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন বলেন, একটা অজপাড়াগাঁয় এই ধরণের আলোকিত প্রতিষ্ঠান আজ দেশের বাইরেও আলো ছড়িয়ে যাচ্ছে।প্রতিষ্ঠানটিকে প্রাণের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করতে হবে। সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বানাতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক কালিদাশ চন্দ্র চন্দ্র বলেন, ১৯৯০ সালে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ শুধু মামুদকাটির নয়, পাইকগাছা, খুলনা পেরিয়ে দেশব্যাপী, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ অনির্বাণ লাইব্রেরির নাম ছড়িয়ে পড়েছে। এজন্য ফেসবুক Group a সক্রিয় ভুমিকা পালন করছে। আজ বই পড়ার সুযোগ শুধু নয়, বিভিন্ন ধরনের কাজ করে মানবসেবায় অনন্য অবদান রেখে চলেছে।
তিনি সকলকে অনির্বাণ বান্ধব কাজ করার আহবান জানান। উল্লেখ্য, অনির্বাণ লাইব্রেরি অবস্থিত খুলনার পাইকগাছার মামুদকাটি গ্রামে। ১৯৯০ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে আলোকিত মানুষ গড়ার কাজ করছে।
Recent Comments