কবরী রায় কে সভাপতি, লতিকা রানী দাশ কে সাধারণ সম্পাদক ও মমতাজ পারভীন মিনু কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য অনির্বাণ “নারী সেল”এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। আজ (১৬-০৩-২০২৪) সকালে অনির্বাণের কালিদাস চন্দ্র মিলনায়তনে কবরী রায়ের সভাপতিত্বে এক ত্রি বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রশিদুজ্জামানের সহধর্মিণী নারী নেত্রী জনাব নার্গিস সুলতানা। নবনির্বাচিত কমিটির সদস্যদের সপথ বাক্য পাঠ করান অনির্বাণ কার্যকারী কমিটির সম্মানিত সভাপতি রহিমা আক্তার শম্পা।
অনির্বাণ “নারী সেল” গঠন
by Alamgir Hossen | Apr 2, 2024 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments