অনির্বাণ ছাত্র সংসদের ২য় বর্ধিত সভা আজ (১০ ফেব্রুয়ারি, ২০২৩) শুক্রবার বিকাল ৪ টায় অনির্বাণ লাইব্ররি’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় ছাত্র সংসদের সভাপতি অান্দোলন ভদ্র’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র মন্ডল-এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনির্বাণ লাইব্রেরি’র কার্যকারী কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সম্পাদকমন্ডলী,সদস্য ও কর্মী-স্বেচ্ছাসেবক বৃন্দ।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন,মেডিকেল ক্যাম্পকে সামনে রেখে ৯ সদস্য বিশিষ্ট ছাত্র সংসদের স্বেচ্ছাসেবক উপ-পরিষদ গঠন ও মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য কুইজ প্রতিযোগিতার জন্য ৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।