অনির্বাণ ছাত্র সংসদের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় ২৮-০৮-২০২০ ইং তারিখে রোজ শুক্রবার । লাইব্রেরির মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনের শুভ উদ্বোধন করেন হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনির্বাণ লাইব্রেরির আজীবন শিক্ষক সম্মাননা প্রাপ্ত গুনী শিক্ষক জনাব আব্দুল আহাদ । নবগঠিত ছাত্র সংসদে বিপ্লব মন্ডল কে সভাপতি, শিমুল রায় কে সাধারণ সম্পাদক ও নাজমুল হোসাইন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে অনির্বাণ ছাত্র সংসদের আগামী ৩ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট ছাত্র সংসদ গঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অনির্বাণ লাইব্রেরির কার্যকরী কমিটির সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও বিকাল ৫ ঘটিকায় লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব জয়দেব কুমার ভদ্র (এ্যাডিশনাল ডিআইজি ,সিলেট রেঞ্চ ) নবগঠিত ছাত্র সংসদের উদ্দেশ্য ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিক নির্দেশনা প্রদান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।
নবগঠিত ছাত্র-সংসদের নামের তালিকা নিন্মে দেওয়া হলো :
ছাত্র সংসদের নামের তালিকা -২০২০
সভাপতি : গৌতম কুমার মন্ডল (বিপ্লব)
সহ-সভাপতি : আন্দোলন ভদ্র
সহ-সভাপতি : সৌমিত্র মন্ডল
সহ-সভাপতি : মোস্তফা খালিদ সাইফুল্লাহ
সাধারণ সম্পাদক : শিমুল কুমার রায়
সহ-সাধারণ সম্পাদক : প্রীতম বিশ্বাস
সহ-সাধারণ সম্পাদক :
সহ-সাধারণ সম্পাদক : সন্দীপ দাশ
সাংগঠনিক সম্পাদক : নাজমুল হোসাইন
অর্থ সম্পাদক : প্রকাশ চক্রবর্তী
প্রচার ও প্রকাশনা সম্পাদক : শিমুল ঘোষ
দপ্তর ও পাঠকক্ষ সম্পাদক : আজমল গাজী
শিক্ষা ও গবেষণা সম্পাদক : প্রতীক মন্ডল
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : অনুপ রায় (মুক্ত)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : শোভন লাল দত্ত (মাধব)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : মাধব মন্ডল (রুদ্র)
পরিবেশ বিষয়ক সম্পাদক : রিপন দাশ
সমাজকল্যান বিষয়ক সম্পাদক : সংলাপ দেবনাথ
ক্রীড়া সম্পাদক : আসাদুল ইসলাম
আপ্যায়ন সম্পাদক : প্রিয়ংকা দে
ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক : অলিপ ঘোষ
সাহিত্য ও প্রকাশনা : তুহিন দাশ
সদস্য : শাহীনুর রহমান
সদস্য : রিজভী নাইস শুভ
সদস্য : এম এ লতিফ
সদস্য : জয়দেব মিত্র
সদস্য : মহুয়া আক্তার
সদস্য : অনিতা বিশ্বাস
সদস্য : শিব বিশ্বাস
সদস্য : সুদীপ্ত দাশ
সদস্য : আব্দুল বারী মাসুম
সদস্য : আল-আমিন গাজী
সদস্য : ইউনুচ আলী
Recent Comments