গত ১৯ জুন সুনামগঞ্জ থেকে সিলেট আসার পথে দোয়ারাবাজারের নদীর চরে বোটের একাংশ আটকে যায়। যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সঠিক তথ্যের অভাব নানা রকমের গুজব ডালপালা মেলতে থাকে। জাতীয় দৈনিকগুলোও অনলাইনে সেই সকল খবর প্রকাশ করে।
উদ্ধারের জন্য বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হয়। স্থানীয় প্রশাসনও চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া, মোবাইল নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ার কারণে উদ্ধার অভিযানে কাউকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বোটের ক্রুদের বিরামহীন তৎপরতায় রাত একটার দিকে আটকা পড়া অবস্থা থেকে মুক্ত হয়।সকলকে নিরাপদে নিয়ে বর্তমানে সিলেট ক্বীন ব্রিজ এর নিকট পৌছে দেয়।
অনির্বাণ তার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাবে।